নতুন অবস্থায় বেশির ভাগ ফ্রিল্যান্সারাই প্রতারিত হয়, কেননা তারা বুঝতে পারে না কেমন ব্যাক্তিদের থেকে ফ্রিল্যান্সিং শেখা উচিত। আরো জানুন?

 নতুন অবস্থায় বেশির ভাগ ফ্রিল্যান্সারাই প্রতারিত হয়, কেননা তারা বুঝতে পারে না কেমন ব্যাক্তিদের থেকে ফ্রিল্যান্সিং শেখা উচিত। 

স্কিল আপনি যেকোনো জায়গা থেকে অর্জন করতে পারবেন সেটা ইউটিউব হোক আর বড় বড় আইটি ইন্সটিটিউট হোক। তবে নতুন অবস্থায় আপনার কাজ পেতে অনেক বেশি বেগ পেতে হবে।সুতরাং আপনার এমন একজন মেন্টর দরকার, (যে কিনা নিজেও ফ্রিল্যান্সিং করে এবং প্রতিনিয়ত আউট অফ ফাইবার ও আপওয়ার্কের বাইরে থেকে ক্লাইনট জোগাতে পারে। কেননা মার্কেট প্লেস এখন অনেক বেশি কমপেটিটিভ, আপনার মতো হাজার হাজার লোক পতিদিন কাজ পাওয়ার জন্য মার্কেট প্লেসে ঢুকছে। সুতরাং সাকসেস হতে হলে আপনাকে কখনোই মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেবল' হওয়া যাবে না। তাই যে কিনা শুধু মাত্র মার্কেট প্লেসে কীভাবে কাজ পেতে হয়, কিভাবে গিগ খুলতে হয় এমন জিনিস শেখায় সে সাধারন মেনটর ।অবশ্য এমন মেন্টরেরই সংখ্যা বেশি। এদের থেকে কাজ শিখে আপনাকে সাকসেস হতে পারবেন না। অর্থাৎ আপনাকে এমন ব্যাক্তির কাজ থেকে কাজ শিখতে হবে। যার কমিউনিকেশন স্কিল অনেক বেশি ভালো,কারন আপনার মেনটর যদি ইংলিসে ক্লাইন্টের সাথে আপনার জন্য মিটিং করে দেয় তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক গুনে বেড়ে যাবে।আপনাকে প্রথমে দেখতে হবে আপনার মেনটররের কমিউনিকেশন স্কিলটা কেমন। কেননা শুরুর দিকে আপনার মেনটররের হেল্প আপনার সবচেয়ে বেশি দরকার।

Comments

Popular posts from this blog

সহজভাবে কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করবেন?

ইথেরিয়াম কী?আপনি কি ইথেরিয়াম এ নতুন? জেনে নিন এখনই _

স্বাস্থ্য বীমা ব্যবস্থা আমেরিকা।