ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমত কোন কোন সেক্টরের কাজ শেখা আপনি আমাকে সুপারিশ করবেন?
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমত কোন কোন সেক্টরের কাজ শেখা আপনি আমাকে সুপারিশ করবেন?
ফ্রিল্যান্সিং হিসাবে কাজ করতে চাইলে অনেক কিছু আছে আপনি করিতে পারেন । আমি 6 বছর ধরে করছি। এখানকার পরিস্হিতি অনুযায়ী আপনি-
১. ভিডিও & গ্রাফিক্স এর কাজ করতে পারেন।
২. ওয়েবসাইটে design কাজ শিখতে পারেন।
৩. Digital Marketing করতে পারেন।
৪. Affiliate Marketing করতে পারেন।
ওপরের সব কটি আমি নিচে করি । এখন এইগুলি খুব চাহিদা ।
আমার উত্তর আপনার কোনো কাজে লাগবে অবশ্যই like & share করবেন।
Comments
Post a Comment