আপনার জীবনে স্বর্ণের মত দামি অলংকার কে?

 👇বলতে পারবেন কে স্বর্ণের মত দামী অলংকার?

উত্তর: মা-বাবা হলো স্বর্ণের মতো দামি অলংকার।

👇এই দুনিয়ায় কে সবচেয়ে আপন?

উত্তর: ১.মা বাবা। ২.তারপর বউ।৩. এবং পরিবারের আত্মীয়-স্বজন.


............................................................................     
সামান্য কিছু সত্য কথা।

আজকের দুনিয়ায় মা-বাবা অবহেলিত।

এরকম চলতে থাকলে হয়তো একদিন দুনিয়া থেকে দিন উঠে যাবে ।

তাই সকলের উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর বাণী পাঠ করা যাতে মা-বাবার সঠিক সেবা যত্ন , এবং আদেশ মান্য করা যায়।

নিজেকে গড়ে তুলুন, আদর্শবান মানুষ হিসেবে।

অতএব ,

 নিজের পরিবেশকে এবং নিজের সমাজ কে দেশকে এবং জাতিকে গড়ে তুলুন সম্পূর্ণ কোরআনের জ্ঞান অনুসরণ করে।

.....................................................................................




Comments

Popular posts from this blog

সহজভাবে কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করবেন?

ইথেরিয়াম কী?আপনি কি ইথেরিয়াম এ নতুন? জেনে নিন এখনই _

স্বাস্থ্য বীমা ব্যবস্থা আমেরিকা।