Posts

Showing posts with the label Freelancer Income Money

আয়ের জন্য ফ্রিলান্সিং করবো। এক্ষেত্রে কোন সেক্টরে কাজ শিখলে আমি তুলনামূলক দ্রুত আয় করতে পারবো?

 আয়ের জন্য ফ্রিলান্সিং করবো। এক্ষেত্রে কোন সেক্টরে কাজ শিখলে আমি তুলনামূলক দ্রুত আয় করতে পারবো? একটি সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমান সময়ে একটি পরিবার ভাল ভাবে চালাতে হবে কম পক্ষে ৩০-৪০ হাজার টাকা প্রয়োজন। আর আজকাল চাকরি তেমন পাওয়া যায় না বললেই চলে, যদিও বা পাওয়া যায় কিন্তু মনের মত হয় না এবং স্যালরি আশানুরূপ পাওয়া যায় না। তবে আমরা চাইলে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা উপার্জন করতে পারি। এটা সম্ভব। মানুষ চাইলে সব কিছুই করতে পারে। ভাবছেন কি নিয়া ফ্রিল্যান্সিং করবেন এবং কোন কাজটা আপনার জন্য ভাল হবে? এর উত্তরে এখানে একেক জন একেক রকম মতামত বলবে। তাহলে আপনি কোনটা করবেন? তাই নিজের জীবনের সিদ্ধান্ত অন্যের উপর নির্ভর করে নিবেন না। ফ্রিল্যান্সিং এ অনেক ক্যাটাগরি রয়েছে। যেমন- গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইউআই/ইউএওক্স ডিজাইন আরও অনেক। এবং প্রতিটা ক্যাটাগরি তেই ভাল কাজ আছে এবং থাকবে। তবে আপনি যেই কাজটা শিখবেন সেটাতে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। কারণ একজন ব্যক্তি আপনাকর কাছে টাকার বিনিময়ে কাজ করিয়ে নিবে, সুতরাং টাকা দিয়ে কেউ নিশ্চই খা...