আয়ের জন্য ফ্রিলান্সিং করবো। এক্ষেত্রে কোন সেক্টরে কাজ শিখলে আমি তুলনামূলক দ্রুত আয় করতে পারবো?
আয়ের জন্য ফ্রিলান্সিং করবো। এক্ষেত্রে কোন সেক্টরে কাজ শিখলে আমি তুলনামূলক দ্রুত আয় করতে পারবো?
একটি সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বর্তমান সময়ে একটি পরিবার ভাল ভাবে চালাতে হবে কম পক্ষে ৩০-৪০ হাজার টাকা প্রয়োজন। আর আজকাল চাকরি তেমন পাওয়া যায় না বললেই চলে, যদিও বা পাওয়া যায় কিন্তু মনের মত হয় না এবং স্যালরি আশানুরূপ পাওয়া যায় না। তবে আমরা চাইলে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা উপার্জন করতে পারি। এটা সম্ভব। মানুষ চাইলে সব কিছুই করতে পারে।
ভাবছেন কি নিয়া ফ্রিল্যান্সিং করবেন এবং কোন কাজটা আপনার জন্য ভাল হবে?
এর উত্তরে এখানে একেক জন একেক রকম মতামত বলবে। তাহলে আপনি কোনটা করবেন? তাই নিজের জীবনের সিদ্ধান্ত অন্যের উপর নির্ভর করে নিবেন না।
ফ্রিল্যান্সিং এ অনেক ক্যাটাগরি রয়েছে। যেমন- গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইউআই/ইউএওক্স ডিজাইন আরও অনেক।
এবং প্রতিটা ক্যাটাগরি তেই ভাল কাজ আছে এবং থাকবে। তবে আপনি যেই কাজটা শিখবেন সেটাতে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। কারণ একজন ব্যক্তি আপনাকর কাছে টাকার বিনিময়ে কাজ করিয়ে নিবে, সুতরাং টাকা দিয়ে কেউ নিশ্চই খারাপ কাজ নিতে চাইবে না। আর এক্সপার্ট না হয়ে কাজে নামলে আপনি বেশি দিন এই জগতে টিকে থাকতে পারবেন না। তাই যেই কাজটাই শিখুন না কেনো, ভাল ভাবে শিখবেন তার পরেই মার্কেটপ্লেসে নামবেন।
আর আপনি সেই কাজটাই শিখবেন যেটা আপনার কাছে ভাল লাগে এবং আপনি যেই কাজটি উপভোগ করতে পারেন। কারণ মানুষ যেই দিকে বেসি উৎসাহ পায় তাকে সেই কাজ দিলে সে খুব আনন্দের সাথে কাজটি খুব ভাল ভাবে সম্পাদন করতে পারে। আর অপছন্দের কোন কাজ দিলে সেটা উপভোগ করা যায় না এবং কাজটি ভাল ভাবে সম্পাদন করা যায় না। এটাই মানুষের স্বভাব বা নিয়ম । তাই নিজের ভাল লাগাকে প্রাধান্য দিন এবং সেই কাজটি শেখা শুরু করুন তাহলে ইনশা আল্লাহ তারাতারি সফল হতে পারবেন।
Comments
Post a Comment