রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতা কি? জেনে নিন এখনই।
শিক্ষা নিয়ে রাজনীতি নয়, বরং রাজনীতিতে শিক্ষা চাই! শিক্ষাব্যবস্থা থেকে ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে। দেশে জ্ঞানী-গুণীর অভাব নেই। তাদের পরামর্শ নিতে হবে। এমন অনেককে নিয়ে একটা কমিটি করা যেতে পারে এজন্য। এই শিক্ষাব্যবস্থারই যদি বেহালদশা হয় তবে রাজনীতি দুর্বল হবে; আর দেশ শুধু অশিক্ষিত নেতার হাতে ধাক্কা খাবে। শিক্ষাব্যবস্থা সংস্কারের পাশাপাশি রাজনীতিতেও শিক্ষাকে গুরুত্ব প্রদান করা উচিত। দেশের সব ক্ষেত্রে যোগ্যতার বিচার শিক্ষা দিয়ে করা হলে রাজনীতিতে কেন শিক্ষাগত যোগ্যতাকে দূরে সরিয়ে রাখা হয়েছে? এ দিকে, দেশজুড়ে আগামী নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা চলছে। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন হতে পারে জনগণের মতামতের স্বচ্ছ আয়না। গণতন্ত্রের বাহনের কাজ করতে পারে এমন নির্বাচন কমিশন। সর্বশেষ, রংপুরের মেয়র নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে। চূড়ান্ত নির্বাচনে জনগণের আশার প্রতিফলন হয় কি না দেখা যাক। ফলাফল যাই হোক না কেন, মানুষ চায় ভোট দিতে; শিক্ষিত বা সৎ মানুষকে নির্বাচিত করতে। সাধারণ মানুষ প্রার্থীর যোগ্যতাকে বিচার করতে শিখে গেছে। এটি খুব ভালো লক্ষণ। গ্রাম থেকে গঞ্জে আর দূর থেকে দূরান্তে আ...