ইচ্ছে হলেও কিছু করার নেই।

আমি আমার সামান্য জ্ঞান থেকে কয়েকটি কথা উপস্থাপন করলাম।

জীবন চলে টাকার উপর।

আজ আমার টাকা নেই বলে কেউ আমার দাম দিচ্ছে না। একদিন হয়তো আমিও পারবো অন্যের মতো হতে নিজেকে পরিশ্রমী মানুষ হিসেবে দাবী করতে। ভাগ্য একদিন সকলেরই বদলায়।
যা হোক,
  যখন আমার পকেটে টাকা থাকে তখন সকলের সাথে মিলেমিশে থাকি।

কাজ না করার কারণ 

অলসতা হলো মানুষের দুশমন। যা কাউকে সামনের দিকে এগিয়ে যেতে দেয় না। মানুষ কে দুর্বল করে রাখে।
কাজ করার ইচ্ছে থাকে না, যা মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেয়।

জীবনকে আনন্দময় করতে কাজ করুন


নিজেকে এবং পরিবারের সবাইকে  সুখে রাখতে চাইলে এক্ষনি কাজে জাপিয়ে পড়ুন।
যে কোন কাজ থেকে শুরু করতে পারেন তবে সেটা সৎ হতে হবে।
নিজেকে গড়ুন এবং নিজের পরিবারের সকলকে সুখে রাখুন। কাজের মধ্যেও আনন্দ লাভ করা যায়। যেকোনো একটি পেশাকে ঠিক রেখে সেই কাজটি মনোযোগ দিয়ে করলে অবশ্যই সফলতা আসবে।

আজকের মত এখানেই রাখছি যে কোন বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন।

Comments

Popular posts from this blog

সহজভাবে কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করবেন?

ইথেরিয়াম কী?আপনি কি ইথেরিয়াম এ নতুন? জেনে নিন এখনই _

স্বাস্থ্য বীমা ব্যবস্থা আমেরিকা।