বর্তমানে অনলাইনে আয়ের সবচেয়ে ভালো মাধ্যম কী?
Online এ আয়ের সবচেয়ে ভাল মাধ্যম হলো দুইটি। ১. কারো অধিনে চাকরি করে আয় করা ২. নিজেই অনলাইনে ব্যাবসা করে আয় করা আমরা ধরে নিলাম আপনার গ্রাফিক্স ডিজাইনের উপর ভাল দক্ষতা আছে। যেমনঃ আপনি ভাল টেম্পলেট ডিজাইন করতে পারেন, আপনি খুব ভাল লোগো ডিজাইন করতে পারেন, আপনি খুব সুন্দর আইকন তৈরি করতে পারে, আপনি অনেক সুন্দর ক্যারেটের ডিজাইন করতে পারেন ইত্যাদি। তাহলে আপনি আপনার এই দক্ষতার উপর দেশি কিংবা বিদেশি কোম্পানির নিকট চাকরি করতে পারেন আর এখন অনকে কোম্পানি work from home চাকরির সুযোগে দিচ্ছে। Fiverr, Upwork, Toptal , Flexjobs, Guru , ফ্রিল্যান্সার ডট কম , Behance, 99designs, Dribbble ইত্যাদি মার্কেটপ্লেস গুলোতে আপনি চাকরি করতে পারেন। আবার আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনের স্কিল গুলো দিয়ে শুরুতে ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করে দিতে পারেন তারপর আস্তে-ধীরে আপনার এই ব্যাবসা টিকে স্টার্টআপ এ পরিনত করতে পারেন। আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন এর দক্ষতার উদাহরন দিয়েছি তাই আমি গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কিছু প্রোডাক্টের উদাহরন দিচ্ছি যে গুলো শুরু করা যেতে পারে। Typography, Mockups, Landing...