বর্তমানে অনলাইনে আয়ের সবচেয়ে ভালো মাধ্যম কী?

 



Online এ আয়ের সবচেয়ে ভাল মাধ্যম হলো দুইটি।


 


 ১. কারো অধিনে চাকরি করে আয় করা


২. নিজেই অনলাইনে ব্যাবসা করে আয় করা


আমরা ধরে নিলাম আপনার গ্রাফিক্স ডিজাইনের উপর ভাল দক্ষতা আছে। যেমনঃ আপনি ভাল টেম্পলেট ডিজাইন করতে পারেন, আপনি খুব ভাল লোগো ডিজাইন করতে পারেন, আপনি খুব সুন্দর আইকন তৈরি করতে পারে, আপনি অনেক সুন্দর ক্যারেটের ডিজাইন করতে পারেন ইত্যাদি।


তাহলে আপনি আপনার এই দক্ষতার উপর দেশি কিংবা বিদেশি কোম্পানির নিকট চাকরি করতে পারেন আর এখন অনকে কোম্পানি work from home চাকরির সুযোগে দিচ্ছে।


Fiverr, Upwork, Toptal , Flexjobs, Guru , ফ্রিল্যান্সার ডট কম , Behance, 99designs, Dribbble ইত্যাদি মার্কেটপ্লেস গুলোতে আপনি চাকরি করতে পারেন।


আবার আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনের স্কিল গুলো দিয়ে শুরুতে ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করে দিতে পারেন তারপর আস্তে-ধীরে আপনার এই ব্যাবসা টিকে স্টার্টআপ এ পরিনত করতে পারেন।


আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন এর দক্ষতার উদাহরন দিয়েছি তাই আমি গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কিছু প্রোডাক্টের উদাহরন দিচ্ছি যে গুলো শুরু করা যেতে পারে।


Typography, Mockups, Landing Pages, Backgrounds, UX and UI tools, Templates, Icons, Vectors, Surface Patterns ইত্যাদি এগুলো বর্তমান খুবই জনপ্রিয় এবং হাই ডিমান্ডেবল গ্রাফিক্স ডিজাইন এর দক্ষতা এগুলোর যেকোন একটিতে খুব ভালো দক্ষতা তৈরি করতে পারলে আপনি ব্যবসায় অনেক ভাল সম্ভাবনা তৈরী করতে পারবেন।


এছাড়া আপনি এই গ্রাফিক্স ডিজাইনের স্কিলটা নিজে খুব ভালো করে শিখলেন তারপর অন্য আরো সবাইকে এই স্কিলটা শেখানোর মাধ্যমে ভালো বিজনেস করতে পারবেন এবং এই বিজনেসটা এখন খুবই জনপ্রিয় তা সহজেই শুরু করা যায় অল্প কিছু টাকা বিনিয়োগ করার মাধ্যমে।


কিন্তু অবশ্যই আপনাকে বিজনেস করতে গেলে বিজনেস এর কিছু বেসিক এবং ফান্ডামেনটাল নলেজ রাখতেই হবে যা আপনাকে অনেক সাহায্য করবে যেকোনো ধরনের ব্যর্থতা থেকে রক্ষা করার জন্য।


এইবার কেউ যদি আপনাকে বলে, তুমি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে পার, তুমি ব্লগিং করতে আয় করতে পার, কন্টেন লিখে আয় করতে পার, ওয়েবসাইট ডিজাইন করে আয় করতে পার ইতাদি আর অনেক কিছু। এগুলো সব ঐ উপরের দুটো ভাগের মধ্যেই পড়বে এক হচ্ছে কারও অধীনে চাকরী করা দ্বিতীয়ত হচ্ছে নিজেই ব্যবসা শুরু করা।

AMAZON Gift card Link

https://rb.gy/36zngw


পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই একটি Upvote 👍 দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি এই ধরনের পোস্ট নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।


 

Comments

Popular posts from this blog

সহজভাবে কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করবেন?

ইথেরিয়াম কী?আপনি কি ইথেরিয়াম এ নতুন? জেনে নিন এখনই _

স্বাস্থ্য বীমা ব্যবস্থা আমেরিকা।